অস্ত্রসহ যুবক আটক উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে,কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে একটি ওয়ান- শুটারগানসহ রহমত কবির (২০) নামের আরসার এক সদস্যকে আটক করেছে এপিবিএন।

অস্ত্রসহ যুবক আটক উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে
রোববার রাতে উখিয়ার ক্যাম্প-৯ এর বসতের থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি শর্ট গানের কার্তুজ উদ্ধার করা হয়। রহমত কবির ওই ক্যাম্পের আমির মুল্লুকের ছেলে।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় অস্ত্রসহ রহমত কবির নামের এক রোহিঙ্গা যুবককে আটক করে।

১ thought on “অস্ত্রসহ যুবক আটক উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে”