অস্ত্রের মুখে অপহৃত ২ কৃষক একদিন পর উদ্ধার টেকনাফে,কক্সবাজারের টেকনাফে পানের বরজে কাজ করতে গিয়ে অপরণের শিকার দুই কৃষককে পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।

অস্ত্রের মুখে অপহৃত ২ কৃষক একদিন পর উদ্ধার টেকনাফে
সোমবার রাত ৮টার দিকে জাহাজপুরা-পাহাড়ের ভেতর থেকে তাদের উদ্ধার করা হয়। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ তথ্য জানিয়েছেন।
উদ্ধার হওয়া দুই কৃষক হলেন- টেকনাফের বাহারছড়া ৬ নম্বর ওয়ার্ড জাহাজপুরা এলাকার বাচা মিয়ার ছেলে রহিম উদ্দিন (৩৩) ও সরওয়ার আলমের ছেলে রেদুয়ান (১৮)।
পুলিশ জানায়, রোববার (৩০ এপ্রিল) সকাল ৭টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়ন জাহাজপুরা সংলগ্ন পাহাড়ের ভেতর চারজন কৃষক পানের বরজে কাজ করতে যান। এসময় অস্ত্রধারী ১০-১৫ জনের একটি ডাকাতদল তাদের অপহরণ করার চেষ্টা চালায়।


১ thought on “অস্ত্রের মুখে অপহৃত ২ কৃষক একদিন পর উদ্ধার টেকনাফে”