এপিবিএন কর্মকর্তা ও তার স্ত্রী আটক কক্সবাজারে ইয়াবাসহ

এপিবিএন কর্মকর্তা ও তার স্ত্রী আটক কক্সবাজারে ইয়াবাসহ,কক্সবাজারে ২০ হাজার ইয়াবাসহ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের এপিবিএন এক কর্মকর্তা ও তার স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ-অধিদপ্তর। শুক্রবার রাত ১০টার দিকে শহরের কলাতলী গ্রিন লাইন কাউন্টার থেকে তাদের আটক করা হয়।

 

এপিবিএন কর্মকর্তা ও তার স্ত্রী আটক কক্সবাজারে ইয়াবাসহ

 

এপিবিএন কর্মকর্তা ও তার স্ত্রী আটক কক্সবাজারে ইয়াবাসহ

আটক ব্যক্তিরা হলেন, সিরাজগঞ্জের সমেশপুরের রেজাউল করিম (৪৭) ও তার স্ত্রী মলিনা পাশা (৪৩)।

টেকনাফ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক জানান, আটক রেজাউলের পরিবার কক্সবাজার বেড়াতে এসেছিল। যাওয়ার সময় ইয়াবাগুলো কৌশলে ঢাকায় পাচারের জন্য মজুদ রাখেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা কলাতলী ডলফিন মোড়ের গ্রিন লাইন কাউন্টারে অভিযান চালিয়ে তাদের আটক করে।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

এসময় তাদের ব্যাগ তল্লাশি করে ২০ হাজার ইয়াবা পাওয়া যায়। আটক রেজাউল নিজেকে ১৬ এপিবিএন এর উপ-পরিদর্শক দাবি করছেন। জিজ্ঞাসাবাদে তিনি টেকনাফের আলীখালী রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত রয়েছেন বলে জানান। যার সত্যতা যাচাই করা হচ্ছে।

এ বিষয়ে জানতে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) হাসান বারী নুরের মোবা্কাইল ফোনে এধিকবার কল দেওয়া হলেও রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।

 

এপিবিএন কর্মকর্তা ও তার স্ত্রী আটক কক্সবাজারে ইয়াবাসহ

 

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তুন্তু মণি চাকমা।

আরও পড়ুন:

১ thought on “এপিবিএন কর্মকর্তা ও তার স্ত্রী আটক কক্সবাজারে ইয়াবাসহ”

Leave a Comment