কক্সবাজার জেলার দর্শনীয় স্থান

আমাদের আজকের আলোচনার বিষয় কক্সবাজার জেলার দর্শনীয় স্থান, কক্সবাজার জেলা বাংলাদেশের ৮টি বিভাগের মধ্যে চট্টগ্রাম বিভাগের অন্তর্গত ।

 

কক্সবাজার জেলার দর্শনীয় স্থান

 

কুমিল্লা জেলা সর্ম্পকে কিছু তথ্যঃ-

কক্সবাজার জেলার মোট আয়তন ২৪৯১.৮৬ বর্গ কিলোমিটার। বাংলাদেশের দক্ষিণ-পূর্বাংশে ২০°৩৫´ থেকে ২১°৫৬´ উত্তর অক্ষাংশ এবং ৯১°৫০´ থেকে ৯২°২৩´ পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে কক্সবাজার জেলার অবস্থান। রাজধানী ঢাকা থেকে এ জেলার দূরত্ব প্রায় ৪০২ কিলোমিটার এবং চট্টগ্রাম-বিভাগীয় সদর থেকে প্রায় ১৪৩ কিলোমিটার। এ জেলার উত্তরে চট্টগ্রাম জেলা; পূর্বে বান্দরবান জেলা, নাফ নদী ও মিয়ানমারের রাখাইন রাজ্য এবং দক্ষিণে ও পশ্চিমে বঙ্গোপসাগর অবস্থিত।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

কক্সবাজার জেলার দর্শনীয় স্থান:-

# শিরোনাম স্থান কিভাবে যাওয়া যায়
অজ্ঞমেধা ক্যং কক্সবাজার সড়ক পথে
আদিনাথ মন্দির, মহেশখালী মহেশখালী সড়ক পথে
কক্সবাজার সমুদ্র সৈকত কক্সবাজার সড়ক পথে
কুতুবদিয়া বাতিঘর কুতুবদিয়া নৌ পথে
ছেঁড়াদ্বীপ, সেন্টমার্টিন, টেকনাফ টেকনাফ নৌ পথে
ডুলাহাজরা সাফারি পার্ক চকরিয়া সড়ক পথে
প্রবালদ্বীপ সেন্টমার্টিন টেকনাফ কেয়ারী সিন্দাবাদ, ঈগল, এলসিটি কুতুবদিয়া, সী-ট্রাক, কাজল, সোনারগাঁ, গ্রীন লাইন বে ক্রু (এসি) জাহাজযোগে দুই- আড়াই ঘন্টার মধ্যে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে টেকনাফ হতে সেন্টমার্টিনে পৌঁছা যায়।
মহেশখালী জেটি মহেশখালী নৌ পথে ও সড়ক পথে
রাডার স্টেশন হিলোটপ সার্কিট হাউজের পাশে সড়ক পথে
১০ রাবার বাগান রামু সড়ক পথে
১১ রামকোট বৌদ্ধ বিহার রামু সড়ক পথে
১২ লামারপাড়া বৌদ্ধবিহার রামু সড়ক পথে
১৩ শ্রী শ্রী রামকূট বৌদ্ধ বিহার রামু সড়ক পথে
১৪ সোনাদিয়া দ্বীপ, মহেশখালী মহেশখালী মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের একটা ওয়ার্ড হচ্ছে সোনাদিয়া দ্বীপ। জেলা হতে উত্তর পশ্চিমে অবস্থান। কক্সবাজার হতে রিক্সা/টমটম যোগে ৬নং জেটিঘাট। স্পীডবোট হয়ে সোনাদিয়া দ্বীপ। ভাড়া : সাধারণত লোকাল স্পীডবোট যায় না । রিজার্ভ হলে আনুমানিক ৮০০ টাকা। সময় : যাওয়া আসা মিলে ১ ঘন্টা
১৫ হিমছড়ি কক্সবাজার সদর সড়ক পথে

 

কক্সবাজার জেলার দর্শনীয় স্থান

 

আরও পড়ূনঃ

২ thoughts on “কক্সবাজার জেলার দর্শনীয় স্থান”

Leave a Comment