কক্সবাজারে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাদশাঘোনা এলাকায় শ্বশুরবাড়ি থেকে শারমিন আকতার (২৬) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার (১৯ অক্টোবর) দুপুরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।

 

কক্সবাজারে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

 

আজ রবিবার (২০ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ওসি ফয়জুল আজীম নোমান। নিহত শারমিন আকতার একই এলাকার হাফিজুর রহমানের মেয়ে। তিনি এক সন্তানের মা।

 

 

শারমিন আকতারের বাবা অভিযোগ করে বলেন, কাসেম খলিফার ছেলে আব্দুর রহমান মনির সাথে শারমিন আকতারের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন আমার মেয়েকে নির্যাতন করতেন। তারই জের ধরে নির্যাতন চালিয়ে গত শুক্রবার রাতে আমার মেয়েকে হত্যা করা হয়েছে। হত্যার পর তার মরদেহ ঘরের চালার সাথে ঝুলিয়ে রাখেন।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

কক্সবাজার সদর মডেল থানার ওসি ফয়জুল আজীম নোমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ও অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা  হবে।

 

আরও পড়ুন:

Leave a Comment