আমাদের আজকের আলোচনার বিষয় কক্সবাজার জেলার জনপ্রতিনিধি, কক্সবাজার জেলা বাংলাদেশের ৮টি বিভাগের মধ্যে চট্টগ্রাম বিভাগের অন্তর্গত ।
কুমিল্লা জেলা সর্ম্পকে কিছু তথ্যঃ-
বাংলাদেশের দক্ষিণ-পূর্বাংশে ২০°৩৫´ থেকে ২১°৫৬´ উত্তর অক্ষাংশ এবং ৯১°৫০´ থেকে ৯২°২৩´ পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে কক্সবাজার জেলার অবস্থান। রাজধানী ঢাকা থেকে এ জেলার দূরত্ব প্রায় ৪০২ কিলোমিটার এবং চট্টগ্রাম-বিভাগীয় সদর থেকে প্রায় ১৪৩ কিলোমিটার। এ জেলার উত্তরে চট্টগ্রাম জেলা; পূর্বে বান্দরবান জেলা, নাফ নদী ও মিয়ানমারের রাখাইন রাজ্য এবং দক্ষিণে ও পশ্চিমে বঙ্গোপসাগর অবস্থিত।

কক্সবাজার জেলার জনপ্রতিনিধি:-
১৮৫৪ সালে কক্সবাজার থানা গঠিত হয় এবং ঐ বছরই কক্সবাজার, চকরিয়া, মহেশখালী ও টেকনাফ থানার সমন্বয়ে কক্সবাজার মহকুমা গঠিত হয়। পরে টেকনাফ থেকে উখিয়া, মহেশখালী থেকে কুতুবদিয়া এবং কক্সবাজার সদর থেকে রামু থানাকে পৃথক করে এই মহকুমার অধীনে তিনটি নতুন থানা গঠিত হয়। ১৯৫৯ সালে কক্সবাজার জেলাকে টাউন কমিটিতে রূপান্তর করা হয়। ১৯৭২ সালে টাউন কমিটি বিলুপ্ত করে পৌরসভায় রূপান্তর করা হয়।
প্রশাসনিক বিকেন্দ্রীকরণ কর্মসূচির আওতায় প্রথম পর্যায়ে থানাকে উপজেলায় রূপান্তর করা হয় এবং দ্বিতীয় পর্যায়ে ১৯৮৪ সালের ১ মার্চ কক্সবাজার মহকুমাকে জেলায় উন্নীত করা হয়। সর্বশেষ ২০০২ সালের ২৩ এপ্রিল বৃহত্তর চকরিয়া উপজেলা থেকে পেকুয়া উপজেলাকে পৃথক করা হয়।

| # | শিরোনাম | পদবি | ই-মেইল |
| ১ | আশেক উল্লাহ রফিক | সংসদ সদস্য | coxsbazar.2@parliament.gov.bd |
| ২ | শাহীন আক্তার | সংসদ সদস্য | coxsbazar.4@parliament.gov.bd |
| ৩ | কানিজ ফাতেমা আহমেদ (সংরক্ষিত নারী আসন) | সংসদ সদস্য | seat.8@parliament.gov.bd |
| ৪ | জাফর আলম | সংসদ সদস্য | coxsbazar.1@parliament.gov.bd |
| ৫ | সাইমুম সরওয়ার কমল | সংসদ সদস্য | coxsbazar.3@parliament.gov.bd |
| ৬ | মোস্তাক আহমদ চৌধুরী | জেলা পরিষদের চেয়ারম্যান | mp.mustaqueahmed@gmail.com |
| ৭ | শাহীনুল হক মার্শাল | জেলা পরিষদের চেয়ারম্যান | |
| ৮ | মুজিবর রহমান | পৌরসভার মেয়র |

আরও পড়ূনঃ
১ thought on “কক্সবাজার জেলার জনপ্রতিনিধি”