কক্সবাজারে ডিসির গাড়িতে পিষ্ট হয়ে শিশু নিহত, মা আহত

পিষ্ট হয়ে শিশু নিহত – কক্সবাজার জেলা প্রশাসকের গাড়িতে পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছে তানজিম নামে দেড় বছরের এক শিশু। একই সঙ্গে শিশুর মা রুবি আকতার গুরুতর আহত হয়েছেন। তিনি কোমর ও পায়ে আঘাত নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

কক্সবাজারে ডিসির গাড়িতে পিষ্ট হয়ে শিশু নিহত, মা আহত

 

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের চেইন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন নিজের সরকারি গাড়িতে করে টেকনাফের দিকে যাচ্ছিলেন। তাকে বহনকারী গাড়িটি চেইন্দা ছাদরপাড়া এলাকায় পৌঁছলে উল্টোদিক থেকে আসা একটি মোটরসাইকেল হঠাৎ রাস্তার পাশ থেকে মাঝখানে উঠে যায়।
ওই সময় পথচারী রুবি আকতার তার কোলে থাকা দেড় বছর বয়সী বাচ্চা নিয়ে দুই গাড়ির মাঝখানে পড়েন। এতে ঘটনাস্থলে শিশুটি মারা যায়। পরে মা রুবি আকতারকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থা অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে দ্রুত হোপ মা ও শিশু হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে আহত রুবি আকতারকে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।
google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন
পরে চিকিৎসকের পরামর্শে দুপুর পৌনে ১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। জেলা প্রশাসক বলেন, নিহত শিশুর দাফন ও আহতের চিকিৎসার দায়িত্ব আমরা বহন করছি।
রামু ক্রসিং হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আজিজুল বারী বলেন, কক্সবাজারমুখী একটি মোটরসাইকেলকে সাইট দিতে গিয়ে জেলা প্রশাসকের গাড়িটি দুর্ঘটনায় পতিত হয়। এতে এক শিশু নিহত ও শিশুর মা গুরুতর আহত হয়েছেন।

Leave a Comment