বলী খেলায় নুর মোহাম্মদ ও বাঘা শরীফ যৌথ চ্যাম্পিয়ন কক্সবাজারে,কক্সবাজারের ঐতিহ্যবাহী ডিসি সাহেবের বলী-খেলার ৬৮তম আসরে কুমিল্লার বাঘা শরীফ ও উখিয়ার নুর মোহাম্মদ বলী যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছেন। শনিবার বিকেল সাড়ে ৫টায় শহরের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় একে অপরকে পরাজিত করতে না পারায় তাদের যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

বলী খেলায় নুর মোহাম্মদ ও বাঘা শরীফ যৌথ চ্যাম্পিয়ন কক্সবাজারে
নুর মোহাম্মদ গতবারের চ্যাম্পিয়ন আর বাঘা কক্সবাজারের মাঠে এবারই প্রথম প্রতিযোগী। চট্টগ্রামের জব্বারের বলী-খেলার চ্যাম্পিয়ন কুমিল্লার শাহজালাল বলী মহেশখালীর কালু বলীর সঙ্গে বাছাই পর্বে হেরে যান।
কক্সবাজারের ডিসি সাহেবের বলী-খেলায় সারাদেশ থেকে তিন শতাধিক বলী অংশগ্রহণ করেন। ফাইনালে দ্বিতীয় পুরস্কারের খেলাও যৌথ চ্যাম্পিয়নে শেষ হয়েছে। এখানে চকরিয়ার ডুলাহাজারার রমিজ বলী ও মহেশখালীর মোহাম্মদ হোসেন বলী পুরস্কার ভাগাভাগি করেছেন।


১ thought on “বলী খেলায় নুর মোহাম্মদ ও বাঘা শরীফ যৌথ চ্যাম্পিয়ন কক্সবাজারে”