১৩ জেলে উদ্ধার কুতুবদিয়ায় ঝড়ে মাছ ধরার ট্রলার ডুবে একজনের মৃত্যু,ঝড়ের কবলে পড়ে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার দক্ষিণ পশ্চিমে ১৪ জন জেলে নিয়ে এফবি সাগর নামের একটি মাছ ধরার ট্রলার বঙ্গোপসাগরে ডুবে গেছে। এ ঘটনায় ওই ট্রলারের এক জেলে-নিহত হয়েছেন।

১৩ জেলে উদ্ধার কুতুবদিয়ায় ঝড়ে মাছ ধরার ট্রলার ডুবে একজনের মৃত্যু
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গুলিদ্ধার এলাকায় এ ঘটনা ঘটে। ওই ট্রলারের ১৩ জেলেকে উদ্ধার করা হয়েছে।
বুধবার ভোর চারটার দিকে মারা যাওয়া জেলের লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। মৃত জেলের নাম বিশ্বনাথ চন্দ্র দাস (৩৮)। তিনি নোয়াখালীর হাতিয়া উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের আদিনাথ মাস্টারের বাড়ির যশোদা কুমার দাসের ছেলে।

স্থানীয় আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ড সদস্য বলেন, ঘূর্ণিঝড় মোখার কারণে শনিবার রত্ন সেন দাসের এফবি সাগর ট্রলারটি কূলে ফিরে আসে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর রাত ১০টার দিকে ট্রলারটি আবার বঙ্গোপসাগরে যায়। রাত দেড়টার দিকে জাল নিয়ে কূলে ফেরার সময় গুলিদ্ধার নামক স্থানে ওই ট্রলার ঝড়ের কবলে পড়ে ডুবে যায়।
এ সময় সেখানে আরেকটি মাছ ধরার ট্রলার ছিল। ওই ট্রলারের লোকজন তা দেখে ডুবে যাওয়া ট্রলারের ১৩ জেলেকে জীবিত অবস্থায় উদ্ধার করেন, কিন্তু বিশ্বনাথ ডুবে যায়। অনেক খোঁজাখুঁজি করার পর ভোর চারটার দিকে ভাসমান অবস্থায় বিশ্বনাথের লাশ উদ্ধার করা হয়। আজ সকালে অন্য একটি ট্রলারের সহায়তায় ওই জেলের লাশ নিয়ে রওনা দিয়েছেন অন্য জেলেরা। তবে বেলা দেড়টা পর্যন্ত তাঁরা কূলে পৌঁছাননি।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, চার থেকে পাঁচটি মাছ ধরার ট্রলারের সহায়তায় ডুবে যাওয়া ট্রলারটি সাগর থেকে টেনে কূলে নিয়ে আসার জন্য চেষ্টা চালাচ্ছেন জেলেরা। তবে এ নিয়ে থানায় কেউ লিখিত অভিযোগ দেননি।
আরও পড়ুন:
১ thought on “১৩ জেলে উদ্ধার কুতুবদিয়ায় ঝড়ে মাছ ধরার ট্রলার ডুবে একজনের মৃত্যু”