টেকনাফে মেছো বাঘের বাচ্চা উদ্ধার

টেকনাফে মেছো বাঘের বাচ্চা উদ্ধার,কক্সবাজারের-টেকনাফের পাহাড় সংলগ্ন নাইট্যংপাড়া থেকে একটি মেছো বাঘের বাচ্চা উদ্ধার করা হয়েছে। পরে তা বনে অবমুক্ত করা হয়। বাচ্চাটির বয়স এক থেকে দেড় বছর।

 

 

টেকনাফে মেছো বাঘের বাচ্চা উদ্ধার

 

টেকনাফে মেছো বাঘের বাচ্চা উদ্ধার

সোমবার বেলা ১১টার দিকে নাইট্যংপাড়ার মোহাম্মদ শাহ এমরানের বাড়ি থেকে মেছো বাঘের বাচ্চাটি উদ্ধার করা হয়।

কক্সবাজার দক্ষিণ-বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) সরওয়ার আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

নাইট্যংপাড়ার মোহাম্মদ শাহ এমরানের বাড়িতে শিশুরা খেলাধুলার সময় মেছো বাঘের বাচ্চাটি দেখতে পায়। পরে স্থানীয়রা এসে এটিকে জাল দিয়ে ধরে বনবিভাগে খবর দেন। বনবিভাগের লোকজন মেছো বাঘের বাচ্চাটি উদ্ধার করে তাদের কার্যালয়ে নিয়ে যায়।

পুরুষ মেছো বাঘের বাচ্চাটির উচ্চতা প্রায় দেড় ফুট। দৈর্ঘ্য আড়াই ফুট।

 

টেকনাফে মেছো বাঘের বাচ্চা উদ্ধার

 

বিভাগীয় বন কর্মকর্তা বলেন, সোমবার বিকেলে সদর রেঞ্জের আওতায় বেতবাগান-সংলগ্ন সায়রন খাল এলাকায় মেছো বাঘের বাচ্চাটি অবমুক্ত করা হয়েছে।

আরও পড়ুন:

১ thought on “টেকনাফে মেছো বাঘের বাচ্চা উদ্ধার”

Leave a Comment