সড়ক দুর্ঘটনায় নিহত ৮ – কক্সবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এছাড়া চট্টগ্রাম ও সিরাজগঞ্জ, মানিকগঞ্জ ও সুনামগঞ্জে আরো পাঁচজনের প্রাণহানি হয়েছে।
কক্সবাজারে তিনজনসহ সড়ক দুর্ঘটনায় নিহত ৮
কক্সবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এছাড়া চট্টগ্রাম ও সিরাজগঞ্জ, মানিকগঞ্জ ও সুনামগঞ্জে আরো পাঁচজনের প্রাণহানি হয়েছে। গতকাল ও আগের দিন রাতে এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ছয়জন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
কক্সবাজার: চকরিয়ায় লরিচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার রাত ১০টার দিকে উপজেলার হারবাং আজিজ নগরে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া গতকাল সকাল ১০টার দিকে ইসলামনগর মাজার গেটে ডাম্প ট্রাকের ধাক্কায় আরো এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ আরিফুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের হেলাল উদ্দীনের ছেলে মো. সোহেল (১৯), একই গ্রামের জনাব আলীর ছেলে তানভীর হোসেন রিফাত (১৮)। তারা দুজন কক্সবাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। নিহত অন্যজন পেকুয়া উপজেলার শীলখালী লামাপাড়ার মৃত জাফর আহমদের ছেলে বোরহান উদ্দিন (৪২)। তিনি বায়োফার্মা কোম্পানিতে সিনিয়র এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
চট্টগ্রাম: পটিয়ায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। গতকাল সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কমলমুন্সির হাটে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। নিহত মো. আবুল কালামের (৫৫) বাড়ি পটিয়া উপজেলার উত্তর খরনা গ্রামে।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ জসিম জানান, আহত আবদুল জব্বার ও তার স্ত্রী মর্জিনা বিনতে হ্যাপিকে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে।
সিরাজগঞ্জ: উল্লাপাড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। গতকাল সকালে পাবনা-বগুড়া মহাসড়কের বোয়ালিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উল্লাপাড়া উপজেলার বড় পাঙ্গাসী ইউনিয়নের মাটিকাটা গ্রামের মিজানুর রহমানের ছেলে শরিফুল ইসলাম (২৫) ও শাহজাদপুর উপজেলার রতনকান্দি গ্রামের শফিকুল ইসলামের ছেলে নাইমুর রহমান (২২)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ জানান, দুই বন্ধু মোটরসাইকেল করে সলঙ্গা থেকে মাছ কিনে শাহজাদপুরের দিকে যাচ্ছিলেন। বোয়ালিয়া বাজারে পৌঁছালে শাহজাদপুর ট্রাভেলসের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই বন্ধু মারা যান।
মানিকগঞ্জ: ঘিওরে বাসচাপায় ওবায়দুর রহমান (৪৫) নামে এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। গতকাল দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের পুখুরিয়া বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওবায়দুরের বাড়ি রংপুরে। তিনি ঘিওর উপজেলার ডেরা রিসোর্টের নিরাপত্তাকর্মী ছিলেন।
বরংগাইল হাইওয়ে থানার ওসি জাকির হোসেন জানান, ওবায়দুর ডিউটি শেষে বাসায় ফিরছিলেন। পুখুরিয়া বাসস্ট্যান্ডে ঢাকাগামী রয়েল এক্সপ্রেসের একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পুলিশ চালককে আটক করে থানায় নিয়ে যায়।
সুনামগঞ্জ: ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চারজন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার নীলপুর বাজারসংলগ্ন রাবারবাড়ীর সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজিয়া বেগম (৫০) শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের ইমামনগর গ্রামের মৃত আব্দুল কাহারের স্ত্রী। আহতদের নামপরিচয় জানা যায়নি।

দিরাই উপজেলা থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি শহরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই রাজিয়া বেগম মারা যান। আহত হন অটোরিকশার চালকসহ চারজন। সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: