দম্পতির নামে মামলা ১০ বছরের গৃহকর্মীকে নির্যাতন করে হত্যার অভিযোগে,কক্সবাজারের চকরিয়া উপজেলায় ১০ বছর বয়সী গৃহকর্মী মেয়েশিশুকে নির্যাতন করে হত্যার অভিযোগে স্বামী স্ত্রীর নামে মামলা হয়েছে। নিহত শিশুটির বাবা বাদী হয়ে বুধবার দুপুরে চকরিয়া থানায় মামলাটি করেন।

দম্পতির নামে মামলা ১০ বছরের গৃহকর্মীকে নির্যাতন করে হত্যার অভিযোগে
মামলার আসামি দুজন হলেন চকরিয়া উপজেলার হাজিয়ান এলাকার কামাল হারুন (৪০) ও তাঁর স্ত্রী সুমা আকতার (৩২)। হারুন একটি লাইফ ইনস্যুরেন্স কোম্পানিতে কর্মরত। নিহত শিশুটির বাড়ি মহেশখালীতে। সে হারুন-সুমা দম্পতির বাসায় গৃহকর্মীর কাজ করত।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ১৪ মাস আগে কামাল হারুনের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজে যায় মেয়েটি। এর মধ্যে সে মহেশখালীতে নিজ বাড়িতে যেতে চাইলে ক্ষুব্ধ হন হারুন-সুমা দম্পতি। ১০ মে দুপুরে মেয়েটিকে মারধর করা হয়। তার কাঁধে, পিঠে, পেটে, ঊরুতে ব্যাপক নির্যাতন করা হয়। একপর্যায়ে সে মারা যায়।

মামলার বাদী মেয়েটির বাবা বলেন, প্রথমে তাঁকে জানানো হয়, মেয়ে ডায়রিয়ায় মারা গেছে। তখন তাঁদের বলা হয় মেয়ের লাশ মহেশখালীর বাড়িতে পৌঁছে দিতে। তাঁরা লাশটি বাড়িতে পৌঁছে দেন। পরে মেয়ের শরীরে তাঁরা নির্যাতনের চিহ্ন দেখতে পান। খবর পেয়ে মহেশখালী থানা-পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এরপর কক্সবাজার সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, মেয়েশিশুটিকে হত্যার বিষয়ে অনেক যাচাই-বাছাই ও তদন্ত করা হয়েছে। এরপর নির্যাতনের পর হত্যার অভিযোগে মামলা নেওয়া হয়েছে। হারুন-সুমা দম্পতিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরও পড়ুন:
১ thought on “দম্পতির নামে মামলা ১০ বছরের গৃহকর্মীকে নির্যাতন করে হত্যার অভিযোগে”