বিপুল পরিমাণ অস্ত্র – কক্সবাজার মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে অস্ত্রসহ চারজনকে আটক করা হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) সকালে কক্সবাজারে সমুদ্র সৈকত এলাকা সুগন্ধা পয়েন্ট ঝাউবাগান থেকে দেশীয় তৈরী ৪টি বন্দুক ও ২টি ৭.৬ বোরের রাইফেলের গুলিসহ দুই যুবককে আটক করে কক্সবাজার মডেল থানা পুলিশ।
কক্সবাজারে বিপুল পরিমাণ অস্ত্র সহ আটক ৪
আটককৃতরা হলেন- মহেশখালী পৌরসভার গোরকঘাটা উত্তর ঘোনারপাড়ার মো. জকরিয়ার ছেলে ইকবাল হোসেন ফয়সাল (৩৪) এবং ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনা এলাকার মো. আবুল কালামের ছেলে মো. আরমান হোসেন (৩৪)।

একইদিন রাত সাড়ে নয়টার দিকে খুরুশকুল ইউনিয়নের খুরুশকুল সড়কে জাহাঙ্গীর কাসেমে মাছের প্রজেক্টের পাশে দাড়িয়ে থাকা সিএনজি তল্লাসি করলে ২টি দেশীয় তৈরী এলজি, ৫ রাউন্ড কার্তুজসহ দুইজন অস্ত্রধারীকে আটক করে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ।

আটককৃতরা হলেন সিএনজি চালক- বজল কবির এর ছেলে আব্দুর রহিম প্রকাশ ইলিয়াস (৩৮) ও মৃত মোজাম্মেল হকের ছেলে মো. ওসমান(৫৪)। আটককৃত দুজনই কক্সবাজার ঝিলংজা ইউনিয়নে দক্ষিণ মুহুরী পাড়া ০৪-নং ওয়ার্ডের বাসিন্দা বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের কর্মকর্তা। অস্ত্র উদ্ধার ও আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
আরও পড়ুন: